হোম অন্যান্যসারাদেশ তালায় স্কুল ছাত্রীর আত্মহনন

নিজস্ব প্রতিনিধি :

অজ্ঞাত কারনে গলায় রশি দিয়ে তামান্না খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী অত্মহনন করেছে বলে জানা গেছে। নিহত তামান্না তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়নপুর গ্রামে রবিউল ইসলামের মেয়ে ও একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার(৯আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার নারায়ন পুর গ্রামে।

নিহতের পিতা রবিউল ইসলাম জানান, আজ সকালে আমি বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে গেলে শুনি মেয়ে ঘরের ভিতর গলায় রশি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান,, সবই ঠিকঠাক ছিল তবে কি কারণে সে আত্মহত্যা তা আমরা বুঝতে পারছিনা।

তালা থানা পরিদর্শক (ওসি) মেহেদী রাসেল জানান, এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে। কি কারনে সে আত্মহত্যা করলো খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন