গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃর্ত ২’শত ৪২ জন খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন এই গো-খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি জানান, চলমান প্রকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলার তালিকাভুক্ত খামারীদের জন প্রতি ৩১’শত টাকার গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় গলাচিপা উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
