হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে রবিবার(১আগস্ট) থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২জন মাদক কারবারীকে আটক করেছে। আটক কৃতদের মধ্যে ১জন নারী রয়েছে। পুলিশ তল্লাসী করে নারীর বডিফিটিং কটির মধ্যে থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

মোল্লাহাট থানা পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে এসআই জয়দেব কুমার, এএসআই রাসেদুল হাসান, এএসআই শাহীন ও সংগীয় নারী পুলিশ সদস্য সহ ফোর্সের সমন্বয়ে মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৫নং গাওলা ইউনিয়নের নোনাডাঙ্গা এলাকা হতে অভিনব কায়দায় নির্মিত বডি ফিটিং কটি দ্বারা বহনকৃত মাদক কারবারী রাশিদা খাতুন (৩৫) ও তার সহযোগী আলমগীর হোসেনকে (৩৮) আটক করে।

আটককৃত রাশিদার বাড়ি পাইকগাছা উপজেলার গাদাইপুর গ্রামে ও আলমগীরের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হড়দ্দহা গ্রামে। রাশিদার শরীরের সাথে ফেন্সিডিল বোতল বিশেষ কায়দায় রক্ষিত পাওয়া যায়। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

ইতোপূর্বে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীরা অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করে বলে জানা যায়। আসামীদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ ১/৮/২১ইং। তাদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া ঐদিন সন্ধ্যয় সদর ইউনিয়নের আস্তাইল ব্রাইটের মোড়) এলাকা থেকে গাজাসহ রেজাউল শেখ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রেজাউলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে। তাকে ও মাদক মামলায় বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন