স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সাগরদত্তকাঠি গ্রামে পানি সরানোকে কেন্দ্র করে পিতাকে মারপিটের খবরে এগিয়ে গেলে ছেলে সুজিত জেয়াদ্দারকে (২৫) প্রতিপক্ষরা শাবলের আঘাতে হত্যা প্রচেষ্টা চালায় এবং তার হাত ভেঙ্গে দেয় বলে অভিযোগ।
এ ঘটনায় আহত সুজিত কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনাস্থধল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, গত ২১ জুলাই বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে একই গ্রামের নারায়ন মন্ডলের ছেলে ভীম মন্ডল, যুধিািষ্টর মন্ডল,ও বিপিন মন্ডলের ছেলে নারায়ন মন্ডল জোটবদ্ধ হয়ে সুজিত জোয়াদ্দারের পিতা সুকুমার জোয়াদ্দারকে মারপিট করতে থাকে।
এ সময় তার মা বীনা জোয়াদ্দার এগিয়ে গেলে তাকেও মারপিটে আহত করে। খবর পেয়ে ছেলে সুজিত এগিয়ে গেলে তারা জোটবদ্ধ হয়ে সুজিতকে শাবলের আঘাতে হত্যা প্রচেষ্ট চালায়। এতে তার বাম হাতের কব্জি ভেঙ্গে যায়। এ সময় আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যূাগ করে।
গুরুতর আহতাবস্থায় সুজিত জোয়দ্দারকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুকুমার জোয়াদ্দার স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নেয়। পুলিশ জানায় এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। সুজিত মন্ডল জানায় তাদেরকে প্রতিনিয়ত হুমকী দেয়া হচ্ছে।