মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী মতিন শেখকে ইয়াবা ও নগদ টাকাসহ থানা পুলিশ গ্রেফতার করেছে।
মোল্লাহাট থানা পুলিশ সূত্রে জানাগেছে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার এসআই মোঃ আহাদ হোসেন, মোঃ মনজুরুল হক, এএসআই রাশেদুল ইসলাম, শাহীন হোসেনসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯জুলাই)রাত ৮টার দিকে আটজুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের আমির আলী শেখের পুত্র, পেশাদার মাদক কারবারী মতিন শেখ(৩৩) এর বসতবাড়িতে মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে আসামীর বাড়ী হইতে ৮০পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৫১,৯২০/-(একান্ন হাজার নয়শত বিশ) টাকা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি লাল কালো পালসার ১৫০ সিসি মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে ।
আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তার বিরুদ্ধে ০৫টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। যাহার মামলা নং ১৩, তারিখ ২৯/৭/২১।
এ ব্যাপারে ওসি সোমেন দাশ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, আমি অত্র থানায় যোগদান করার পর মাননীয় এম.পি শেখ হেলাল উদ্দীন মহোদয় এবং আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান চলতে থাকবে। মাদক করবারীসহ সকল অপরাধ চক্রকে গ্রেফতারপূর্বক আইনের কাছে সোপর্দ করা হবে এবং মাদক ছাড়তে হবে অথবা মোল্লাহাট ছাড়তে হবে। মাদকের বিরুদ্ধে এযুদ্ধেঅত্র উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন তিনি।