কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ২৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে টায় অল্প সময়ে প্রচন্ড এক ঝড় প্রায় ১৫ টি থেকে ১৯ টি বাড়ি ঘর ভেঙে চুরে লন্ডভন্ড হয়েগেছে। কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর জানান সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
অন্য দিকে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্ত কালিন্দী নদীর পাশে যেখানে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল, তারই পাশে বসবাসকারী মথুরশেপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে ১৫ থেকে ১৯টি বসতবাড়ি সব ঝড়ে ভেঙেচুরে লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ ঝড়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় সাধারণ মানুষ দিশেহারা বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে গতকাল রাতে ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৯ টি পরিবারের মাঝে শুকনা খাবার প্রদান করা হয়েছে এবং তাদেরকে চাউল প্রদান করা হবে।
এছাড়া তাদের ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও আর্থিক সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার বাড়ী ঘর পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান ও স্থানীয় জনপ্রতিনিধি।