হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে, প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। অন্যান্যদের মাঝে যুক্ত ছিলেন ও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর মল্লিক, সমবায় কর্মকর্তা আশুতোষ মল্লিক, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর পাল, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অভিজিৎ বিশ্বাস, পিআইও মোঃ মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, এসকে হায়দার মামুন, শেখ রেজাউল কবির, মোঃ বাবলু মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস মোল্লাহাট প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ ও উম্মে হামিমা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন