দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া হাসপাতালে ১৭ জনের এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষায় নতুন করে ৪ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মহিলা, ১ জন অষ্টাদশ বৃদ্ধ। শনাক্তের শতকরা হার ২৩ ভাগ। আক্রান্তদের মধ্যে সকলেই উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্সর তথ্য মতে,উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন জানান, বুধবার (২৮ জুলাই) র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা
পরীক্ষায় ৪ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহীনা আক্তার(২৫), সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের রেবেকা খাতুন(৬০), হেলাতলা ইউনিয়নের কোটাবাড়ি গ্রামের এসকে সোহেল (৮০) ও একই গ্রামের রাশিদা বেগম(৭০)।
স্বাস্থ্যবিধি অনুসরন পূর্বক আক্রান্তদের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান।