কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী মাটিকাটা হয়ে খিদিরপুর যাওয়ার রাস্তাটি প্রায় ৩ বছর ধরে জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে রয়েছে। তিন কিলোমিটারের এ রাস্তাটি এখন হাজার মানুষের দুর্ভোগের কারণ। এখানে সেখানে প্যাঁক- কাদা আর বড় বড় গর্ত হওয়ায় পায়ে হেটেও মানুষ চলাচল করতে পারছেনা এ রাস্তা দিয়ে।
৩ বছর আগে রাস্তাটি খনন করা হলেও রহস্যজনক কারণে রাস্তার কাজ এখন পর্যন্ত করা হয়নি বলে জানালেন স্থানীয়রা। আইভি রহমান রোড নামক উক্ত রাস্তাটি জন সাধারণের চলাচল উপযোগী করে তৈরি করার জোর দাবী স্থানীয় বাসিন্দাদের।
মোঃ আবুল কালাম নামের এক বিভাটেক চালক বলেন, রাস্তার জন্য গাড়ি- ঘোড়া কিছু আনা- নেওয়া করতে পারিনা। যেই একটা কষ্ট এই রাস্তার জন্য তা বলার মত না। এত প্যাক- কাদা রাস্তায়, মানুষও হাটতে পারেনা।
মোঃ আলমগীর নামের এক বাসিন্দা বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগ মূহুর্তে আইভি রহমান রোড নামের এই রাস্তাটি খনন করা হয়েছিলো। খননের পর ৩ বছর হয়ে গেলো কোন কাজ করা হয়নি। এই রাস্তা নিয়ে আমরা খুব দুর্যোগের মধ্যে আছি।
মোঃ নাসির মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়িতে আসা পাইকারদের কাছে আমাদের ধান- পাট বিক্রি করতে গেলেও এই রাস্তার জন্য কম মূল্যে বিক্রি করে দিতে হয়।
স্থানীয় মোঃ আল আমিন নামের অন্য এক বাসিন্দা বলেন, এই সরকার রাস্তা ও বিদ্যুৎ নিয়ে দেশে অনেক কাজ করেছে। আমাদের চারপাশের সব রাস্তা পাকা হয়ে গেছে। কিন্তু বড় মাটিকাটা হয়ে খিদিরপুর বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা।
রাস্তাটি নিয়ে মুঠো ফোনে লোকমান নামের এক প্রবাসী আকুল আবেদন করে বলেন, মিডিয়ার মাধ্যমে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এ রাস্তাটি যেন জন সাধারণের চলাচল উপযোগী হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী প্রকৌশলী এম সাজ্জাদ হোসেন সংকল্পকে বলেন, ঠিকাদারের গাফেলতির জন্য অনেকদিন ধরে এই এলাকার মানুষ অনেক কষ্ট করে যাচ্ছে। ঠিকাদারি বাতিলের জন্য আমরা ঢাকায় আবেদন করেছি। ঠিকাদারিত্ব বাতিল হয়ে গেলে আমরা আবার নতুন ঠিকাদারের মাধ্যমে রাস্তার কাজ করতে পারবো।
