আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে কোরবাণীর এক হাজার কেজি মাংস দুস্থ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে। বুধবার সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় পবিত্র ঈদুল আযহা পালিত হয়। ঈদুল আযহা নামাজ আদায় শেষে মুসলমানগন পশু কোরবাণী করেন। ওই দিন বিকাল ঘটিকার সময় কোরবাণীর ১ হাজার ৩০ কেজি মাংস আশাশুনি সদরের হাফিজিয়া মাদ্রাসা মাঠে শান্তি পূর্নভাবে গরীব অসহায় পরিবারের মাঝে বিতরন করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন আশাশুনি সদরের সিদ্দিকিয়া জামে মসজিদের সভাপতি উপজেলা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, সাধারন সম্পাদক তারিকুজ্জামান তুষার, হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সম সেলিম রেজা সেলিম, প্রধান শিক্ষক আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান, হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক প্রফেসর বজলুর রহমান, সাধারন সম্পাদক এম,এ আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, সাঈদুর রহমান, হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ আবু জাহিদ আব্দুল্লাহ , সহকারী শিক্ষক আবুজার গিফারী, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী আবুল বাশার, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এমএম সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুল আলিম, সার্ভেয়ার হারুন, খুলনা মহানগর ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম কামরুল ইসলাম কামু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার, মফিজুল ইসলাম, তরুনলীগ সভাপতি মোতাহার, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, গ্রাম পুলিশ আব্দুর রহিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।