দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কৃষক আজিবর (৩২) কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রমজান সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া গ্রামের মাছের ঘেরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে।
এ ব্যাপারে আহতের ভাই তজিবর রহমান কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, গুরুতর আহত আজিবর দীর্ঘ ১০ বছর যাবৎ বোয়ালিয়া গ্রামের নিজস্ব জমিতে মাছের ঘের করে মাছ চাষ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মাছের ঘেরে যেয়ে দেখতে পাই প্রতিপক্ষরা জলাশয়ের (ঘের) সীমানায় দেয়া বেড়া তুলে দিয়েছে।
এ ব্যাপারে একই গ্রামের প্রতিপক্ষ মতিয়ার রহমানের ছেলে আব্দুর রহমান, আতিয়ারের ছেলে সাইদুল ইসলাম ও রমজান সরদারের ছেলে মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার ভাইকে এলাপাতাড়ি মারধরসহ কাঠের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক আহত অবস্থায় আজিবরকে আমিসহ স্থানীয়রা কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করি। বর্তমান সে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনে। সোমবার দেয়া অভিযোগ পত্রে তদন্ত পূর্বক মামলা রুজু করার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, আরও জানা যায়, বিষয়টি নিয়ে ইতোপূর্বে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল জমিজমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তিতে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন।