কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রক্তদান সমিতি নানামূখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে সংগঠনটির পাশে থাকার চেষ্টা করেছি।
