বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের গোয়ালঘর হতে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পাচ্ছেন না। ফলে কৃষকরা গরু চুরি আতংকে ভুগছেন।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে বর্তমানে গরু চুরির প্রবনতা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। চুরি রোধে কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না। গত এক সপ্তাহের ব্যাবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬টি গরু চুরি করে পালিয়েছে চোর চক্র। সর্বশেষ ২২জুন মঙ্গলবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের পিলজংগ গ্রামের শহিদ শেখের গোয়ালঘর হতে দুটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে একই এলাকার শাহাজাহান শেখের গোয়ালঘর হতে দুটি গরু চুরি গেছে, রবিবার রাতে চুরি হয়েছে শিব দত্তের দুটি গরু, শনিবার গভীর রাতে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাবুল ফারাজির গোয়ালঘর হতে চারটি গরু চুরি হয়েছে, শুক্রবার গভীর রাতে বেতাগা গ্রামের পংকজ কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়ে গেছে, বিঘাই গ্রামের এক কৃষককের গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়েছে। এছাড়া গত দুই মাস আগে একই বেতাগা গ্রামের শিক্ষক অসিত কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়েছে।
ভুক্তভোগীরা, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা পুলিশ প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করেছেন।
