হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কিট সংকটে বন্দ হয়ে গেছে করোনার এন্টিজেন পরীক্ষা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটে বন্দ হয়ে গেছে করোনার এন্টিজেন পরীক্ষা। মঙ্গলবার (২২জুন) ৪৫জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমূনা পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমদ্দার জানিয়েছেন। তিনি জানান, কারো করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক হাসপাতালের চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহন করার পরামর্শ দেন।

এদিকে ফকিরহাটে বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এছাড়া করেনা উপসর্গ নিয়ে মুত্যুর খবর প্রায়ই শোনা যাচ্ছে। জ্বর, সর্দি, হাচি-কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছেন অনেকেই। হাসপাতাল সহবিভিন্ন প্রাইভেট ক্লিনিকে এ ধরনের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এরপরও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখ যায়না। উপজেলা প্রশাসশন করোনা প্রতিরোধে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও তা জোরালো ভাবে দেখা যায় না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন