হোম জাতীয় মোংলা বন্দরে বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ ঢীনা নাগরিক আইসোলেশনে, মালামাল খালাস বন্ধ

মোংলা বন্দরে বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ ঢীনা নাগরিক আইসোলেশনে, মালামাল খালাস বন্ধ

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

খুলনা অফিস:
মোংলা বন্দরে আগত একটি বিদেশী জাহাজের ক্যাপ্টেনসহ ৬ চীনা নাবিকের শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে বন্ধ রাখা হয়েছে ওই জাহাজের পণ্য খালাসের কাজও। জাহাজটিতে মোট ২০ জন নাবিক রয়েছেন।
বন্দরের হারবার মাষ্টার কমোডর শেখ ফকরুদ্দিন জানান, আমদানি করা ২৪ হাজার টন পন্য সামগ্রী নিয়ে রোববার মংলা বন্দরের হাড়বাড়িয়ায় আসে। পরে সেটি বন্দরের জেটিতে নোঙ্গর করে। সোমবার জাহাজের ক্যাপ্টেন সহ ৬জনের মধ্যে প্রচন্ড জ্বর সহ করোনা ভাইরাস উপসর্গ দেখা দেয়ায় আইসোলেশনে নেয়া হয়। বন্ধ রাখা হয়েছে মালামাল খালাস। তাদের নমুনা পরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বন্দরের কমোডে শেখ ফকরুদ্দিন জানান।
উল্লেখ্য, গত ১এপ্রিল জাহাজটি চট্টগ্রাম বন্দরে কয়লা খালাসের পর মোংলা বন্দরে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন