হোম অন্যান্যসারাদেশ যশোরে ৭ হাজার মাস্ক বিতরণ

যশোর অফিস :

যশোরে সচেনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে এনজিও ফেডারেশন জেলা কমিটির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে ৭ হাজার মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, পদক্ষেপ, টিএমএসএস, আহসানিয়া মিশনের সহযোগিতায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, ব্র্যাকের জেলা প্রতিনিধি অমরেশ সরকার, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন খান, পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক গাজী এনামুল কবীর, টিএমএসএস আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আশার এলাকা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, পদক্ষেপের সিনিয়র অফিসার রেজাউল করিম, আহসানিয়া মিশনের যশোরের শাখা ব্যবস্থাপক আলাউদ্দিন প্রমুখ।

এদিন শহরের দড়াটানা, মণিহার বাসস্ট্যান্ড, খাজুরা বাসস্ট্যান্ড, নতুন বাসটার্মিনাল, চাঁচড়া বাসস্ট্যান্ড, ধর্মতলা, পালবাড়িমোড়সহ গুরুত্বপূর্ণস্থানে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য, এনজিও ফেডারেশনের পক্ষ থেকে যশোর জেলায় ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন