হোম অন্যান্যসারাদেশ আশাশুনি কুল্যার আরার গ্রামের পয়ঃ নিস্কাশন কার্যক্রম উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের পানিবন্ধী পরিবারের দুর্দশা লাঘবে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পয়ঃ নিস্কাশনের ব্যবস্থা করতে কার্যক্রম উদ্বোধন করা হয়।

আরার গ্রামের ৫০ টি পরিবার গত ৩দিনের বিরতিহীন বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধার শিকার হয়। পানিবন্ধী মানুষের দুর্দশার কথা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যান আবু বাসেত আল হারুন চৌধুরী রবিবার এলাকায় গমন করেন এবং মানুষের দুর্দশা দেখে মর্মাহত হন। এলাকার সমস্যা সমাধানের জন্য তিনি শ্রমিক নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

এ সময় তিনি বলেন, কুল্যা ইউনিয়নের অনেক স্থানে পানি নিষ্কাশন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আরার গ্রামের ৫০ টি ঘরের মানুষ পানিবন্দি হয়ে দুর্দশাগ্রস্থ হয়ে পড়েছেন। তাদের দুর্দশা লাঘবে আজ ব্যবস্থা গ্রহন করা হলো। এসময় তিনি জলমগ্ন পরিবারের পাশে যান এবং খোঁজ খবর নেন।

৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বশির আহমেদ টুকু, আশরাফ উদ্দিন আলী, আফাজ উদ্দিন, জিয়াউল হক, রফিকুল ইসলাম ছোট্টু, মৌলভী আজিজুল ইসলাম মালি, রেজাউল হক মালি, আমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন