হোম অন্যান্যসারাদেশ তালার গৃহবধুকে শ্লীলতহানী গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় গৃহবধুরকে শ্লীলতাহানীর হানির অভিযোগে প্রদীপ মন্ডল(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত প্রদীপ উপজেলার শাহাপুর এলাকার সন্তোস মন্ডলের ছেলে। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

থানা পুলিশ জানায়, শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন তার প্রতিবেশী এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করে । এ সময় গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। রবিবার (২০জুন) বিকালে অভিযান চালিয়ে আসামী গ্রেফতার হয়।

গৃহবধুর স্বামী প্রভাষ জানায়, ঘটনার সময় আমি বাড়ীতে না থাকার কারনে আমার স্ত্রীকে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে শ্লীলতাহানী ঘটায়। অতপর আমি বাড়িতে এসে ঘটনাটি শুনে প্রদীপ মন্ডলের বাবাকে ঘটনা জানালে, আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ীতে হামলা করে। পরবর্তীতে তালা থানায় একটি মামলা দ্বায়ের করি।

তালা থানা পরিদর্শক মেহেদী রাসেল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (২১জুন) আসামীকে জেল-হাজতে পাঠানো হবে বলে ও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন