হোম আন্তর্জাতিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় বেসামরিক নিহত

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় বেসামরিক নিহত

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

অনলাইন ডেস্ক:

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার সিরীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। তারা দাবি করেছে, লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, রাজধানীর কাছে হুজাইরা ও আল-আদিলিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তি জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে উল্লেখ করে খবরে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।

সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা বেশিরভাগ সময় স্বীকার করে না ইসরায়েল। সোমবারের হামলার বিষয়েও দেশটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত সপ্তাহে সিরিয়ার প্রাচীন শহর পালমিরাতেও হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।

ইসরায়েল যদিও বলছে তারা সিরিয়ায় ইরানি সেনা ও হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনায় হামলা চালিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে শতাধিক হামলা চালিয়েছে। এর আগেও দেশটি সিরিয়ায় হামলা চালাতে লেবাবনের আকাশসীমা ব্যবহার করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন