নিজস্ব প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কর্ত্বরত স্বাস্থ্যকর্মীর গ্রামের বাড়ি ও তৎ সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর জামে মসজিদ লক ডাউন করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই স্বাস্থ্য কর্মী মসজিদে নামাজ আদায় ছাড়াও যাদের সংস্পর্শে ছিলেন,তাদের বাড়িও আজ সোমবার সকালে লকডাউন করা হয়।
ওই স্বাস্থ্য কর্মী বর্তমানে সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া ভাড়া বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন । সাতক্ষীরা পুলিশ সুপারের ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, জেলার প্রথম COVID-19 শনাক্তকৃত মাহমুদুল হাসান সুমন রাজনগর সরদার বাড়ী জামে মসজিদে নামাজ আদায় কালে এবং অন্যান্য সময় বেশ কিছু লোকের সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়।
এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ওই সমস্ত ব্যক্তিদের বাসা লকডাউন করা হয়।এ সময় এলাকাবাসী কে COVID-19 সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকার জন্য, বাসায় থাকার জন্য এবং জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।