হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে নতুন ৬ জনের করোনা সনাক্ত

মণিরামপুর( যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে নতুন জনের ৬ জনের করোনা সনাক্ত হয়েছে। গত শনিবার আক্রান্ত ৬ জনসহ ১০ জন মণিরামপুর হাসপাতালে নমুনা দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে সেই নমুনা পরীক্ষার পর ৬ জনের ফলাফল পজেটিভ আসে।

আক্রান্তরা হলেন, পল্লীমঙ্গল কর্মসূচি এনজিওর রাজগঞ্জ শাখার দুই স্টাফ আবুল কালাম আজাদ (৪১) ও নজরুল ইসলাম (৩৩), বিজয়রামপুর গ্রামের গোপাল কুমার (৩০), ঝাঁপা গ্রামের প্রশান্ত কুমার দত্ত (২৪), কামালপুর গ্রামের সরদার গাজী (৭০) এবং মণিরামপুর সদর ওয়ার্ডের বাসন্তি রায় (৭৩)।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে ১০ জন হাসপাতালে নমুনা দেন। তাদের মধ্যে ছয় জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

এছাড়া পূর্বের চারজন করোনা রোগী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত মার্চ থেকে এ পর্যন্ত মণিরামপুরে ২২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন