হোম জাতীয় খুলনায় আরও তিন জনের করোনা সনাক্ত

খুলনায় আরও তিন জনের করোনা সনাক্ত

কর্তৃক
০ মন্তব্য 137 ভিউজ

খুলনা অফিস:
খুলনায় রবিবার আরও ৩ জনের করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে খুলনা বিভাগে মোট ৭০জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে নতুন সনাক্ত ২৭ জন। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩০ জন রোগীই যশোর জেলায়। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৫ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্ত রোগীর মধ্যে খুলনায় ৮ জন, যশোর ৩০ জন, চুয়াডাঙ্গা ৭ জন, নড়াইল ১০ জন, কুষ্টিয়া ৫ জন, মাগুরা ৪ জন, মেহেরপুর ২ জন, ঝিনাইদহ ১০ জন ও বাগেরহাট ১ জন। এছাড়া সাতক্ষীরায় একজন স্বাস্থ্যসেবী করোনা পজিটিভ হয়েছেন। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল আহাদ জানান,কোভিড_১৯ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে রবিবার ১৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে তিনটি পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছে। এরমধ্যে একজন খুলনার নিরালা চার নম্বর রোডের বাসিন্দা। তিনি একজন পুলিশের কনষ্টেবল। গত চার পাচদিন আগে ঢাকা থেকে এসেছেন। তার শরীরে লক্ষন তেমন নেই। তিনি বাড়ীতে আছেন। তার বয়স ৫৯। এই নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ০৯ দাঁড়াল। অপর দুই জনই নারী কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা একজনের বয়স ৭০ ও অপর জনের বয়স ৩১ বছর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন