হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে আনুলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ -এর আশাশুনি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে আনুলিয়া ইউনিয়ন ফুটবল দল। মঙ্গলবার দরগাহপুর শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আনুলিয়া ইউনিয় ফুটবল একাদশ ও দরগাহপুর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়। আনুলিয়া দলের পক্ষে একমাত্র গোল করেন ১৭ নম্বর জার্সিধারী মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও ট্রফি বিতরণ করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, আশাশুনি ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা, একে এম মাহবুবুল হক, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমূখ উপস্থিত ছিলেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আনুলিয়া দলের মামুন ও টুনামেন্ট সেরা নির্বাচিত হয় দরগাহপুর দলের গোলরক্ষক আবির হোসেন সিয়াম। খেলা পরিচালণা করেন আনিসুর রহমান, অরুণ কুমার সানা, রাহুল সরকার ও সুজিত সরকার। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন