হোম অন্যান্যসারাদেশ অচিরেই মণিরামপুরে সুপেয় পানি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

অচিরেই মণিরামপুর পৌরসভার প্রতিটি বাড়ি পেতে পৌঁছে যাবে সুপয়ে পানি ও স্যানিটেশন সুবিধা। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের পাইপ লাইন সংযোগ ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সকল কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদশেরে সরকার (জিওবি) ও আইডিবি (ইসলামী উন্নয়ন ব্যাংক) যৌথভাবে এ কাজের অর্থায়ন করছে। কাজের বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও মণিরামপুর পৌরসভা।

ইতোমধ্যে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনের কাজও এগিয়ে গেছে। এলাকার তাহেরপুর এবং পৌর ভবনের অভ্যন্তরে নির্ধারিত দুইটি স্থান থেেক ভূগর্ভের উত্তোলিত পানি সরবরাহ করা হবে। শনিবার আনুষ্ঠানকিভাবে পানি সরবরাহের কাজের উদ্বোধন হবে বলে নিশ্চিত করছেনে উপজলো আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান।

পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান বলেন, পৌরসভার প্রতিটি বাড়িতে পানি সরবরাহের জন্য নিরলসভাবে চেষ্টা করা হচ্ছে। এরফলে প্রতিটি বাড়িতে জীবানুমুক্ত সুপেয় পানি ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।জনস্বাস্থ্য অধদিপ্তররে প্রকৌশলী জয়দবে দত্ত বলেন, তেইশ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ১০ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৭৯৫ টাকা ব্যয়ে স্থাপিত হবে এ পানি সরবরাহের কাজ।

দরপত্র আহবান প্রক্রিয়া সম্পন্নের পর মেসার্স শামীম এন্ড সুমন জেভি নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২ মে এ কাজের কার্যাদেশ পায়। ইতোমধ্যে পৌরভবন সংলগ্ন এবং তাহরেপুর গ্রামস্থ দুইটি স্থানে ভূগর্ভস্ত পানি উত্তোলনরে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কার্যাদেশের ৩০০ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রায় ৩৪ কিলোমিটার পাইপ লাইন সংযোগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মোন্তাজ বিশ্বাস, মোজাম্মেল হোসেন, মিজানুর রহমান, আঞ্জুমানোয়ারা বেগমসহ একাধিক পৌরবাসী বলেন, এক সময় প্রতিটি গৃহস্থ বাড়িতে গোছল, খাবার পানির জন্য পুকুর কিংবা গভীর কুয়া ছিল। কিন্তু জনবসতি বেশি হওয়ায় এখন আর আগের মতো সেই পুকুর নেই। যে কারণে এটি বাস্তবায়ন হলে আমাদের মত পৌর নাগরকিদরে আর নলকূপরের পিছনে দৌড়াতে হবে না। বাড়িতে আর পানি নিয়ে দুশ্চিন্তা হবে না।

পৌরসভার প্রকৌশলী শেখ স্যাইয়েদুল হক বলেন, বছর দুয়েক আগে এ প্রকল্প গ্রহণের আগে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন