স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী কেশবপুরে বিএনপি’র দু’গ্রæপ পৃথক পৃথক ভাবে রোববার দিবসটি পালন করেছে। কেশবপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ নেতৃত্ব মেইন রোডের দলীয় কার্যালয়ে এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস নেতৃত্বে ডাকবাংলো সড়কে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখা উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম শহিদ, কাউন্সিলর আব্দুল হালিম, যুবদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান,থানা ছাত্রদলের আহŸবায়ক আজিজুর রহমান আজিজ। এরপর দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
অপরদিকে ডাকবাংলো সড়কে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস।
বক্তব্য রাখেন কেশবপর পৌর বিএপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দীন আলা ,বিএনপি নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী, কুতুব উদ্দীন বিশ্বাস,যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মিন্টু, গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহŸবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনা শেষে সময় দুঃস্থ্যদের মাঝে খাদ্য বিতরন করা হয়।