পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী দক্ষিন গ্রামে গাছ থেকে পড়ে মো.মজিবুর রহমান হাওলাদার (৫৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান শিয়ালকাঠী দক্ষিন গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।
জানা গেছে, দক্ষিন শিয়ালকাঠী গ্রামে তালুকদার হাট সংলগ্ন শাজাহান হাওলাদারের বাগানে একটি চাম্বল গাছের ডাল কাটার জন্য শ্রমিক মজিবুর সকালে গাছে ওঠেন।
বেলা সাড়ে ১১ টার দিকে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। সাথে সাথে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাউখালী থানার ওসি(তদন্ত) রেজাউল করিম রাজিব বলেন,এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।