হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক রূপক আইচের পিতৃ বিয়োগ

মাগুরা অফিস :

দৈনিক সংবাদ ও এসএ টিভির মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক রূপক আইচের বাবা দেব প্রসাদ আইচ (৮২) আজ রবিবার সকাল ১০টায় পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সন্ধ্যা ৭ টায় মাগুরা সাতদোহা মহা শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কর্মজীবনে পুলিশ অফিসের প্রধান সহকারী হিসেবে চাকুরী শেষ করে অবসর গ্রহন করেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ জাসদের মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম, অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মাগুরা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন