হোম অন্যান্যসারাদেশ উপকূলীয় এলাকায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই

নিজস্ব প্রতিনিধি:

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ বিকাল ৪ ঘটিকায় খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়ে দক্ষিণ বঙ্গ ঐক্য পরিষদ এর আয়োজনে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি, খুলনা ব্লাড ব্যাংক ও ফুডব্যাংক, গাবুরা রক্তদান সংস্থা, হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি, ইনফরমেশন কোয়েস্ট সেন্টার সহ উপকূলীয় অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত ছাত্র-জনতার উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে বক্তৃতা রাখেন জনাব জি এম মহিউদ্দিন, জনাব মাওলানা মিজানুর রহমান, জনাব নুরুর রহমান বাচ্চু, জনাব মীর লিটন, জনাব আসাদুজ্জামান,জনাব কবি শওকত আলম, জনাব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সান্নু সহ অন্যান্য সংগঠনের প্রধান নেতৃবৃন্দ উপকূলের মানুষের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।

মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার দীর্ঘ ১২ বছর বা একযুগ পরেও দ্বীপ ইউনিয়ন গাবুরা, কয়রা সহ উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়ীবাঁধ হয় নি বলে সকলে অভিযোগ করেন।মানববন্ধনে তারা “ত্রাণ বা ভিক্ষা নয়, টেকসই বেড়িবাঁধ চাই”, “উপকূলের জনপদ, জীবন হোক নিরাপদ”, “টেকসই বেড়িবাঁধ, আমাদের অধিকার”, “উপকূলের কান্না, শুনতে কি পান না?” প্রভৃতি শ্লোগানে মুখরিত হয়ে তাদের দাবীসমূহ উত্থাপন করেন।

সর্বোপরি উপকূলের মানুষের একটাই দাবি- “ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন