হোম জাতীয় গলাচিপায় ইয়াসের ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান বিতরন ও বেড়িবাঁধ প্রদর্শন।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গত ২৫ শে মে ইয়াসের তান্ডবে সমুদ্র উপকূলীয় বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরন এবং পানিউন্নয়ন বোর্ডের ভেঙ্গেঁ যাওয়া মাটির বেড়িবাঁধ পরিদর্শন করেন গলাচিপা-দশমিনা পটুয়াখালী (৩) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্ধন এলাকায় ভেঙ্গেঁ যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন শেষে ২শত ৫০টি পরিবারকে প্রধান মন্ত্রীর ত্রান বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন মু. সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খাঁন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন।

ত্রান সামগ্রী বিরতণ কালে এমপি বলেন, করোনা মোকাবেলা পরিস্থিতি এবং প্রাকৃতিক ভাবে যে সামদ্রিক ঝড়ে দেশের ক্ষতিগ্রস্থ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগ সরকার এবং সকল জন প্রতিনিধি সহ দলের নেতা কর্মীর আপনাদের পাশে আছে এবং থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, উপজেলায় সকল ক্ষতিগ্রস্থ্য মানুষের তালিকা, খাদ্য সহায়তা সহ রাস্তা ঘাট সংস্কার করা হবে। পরে চর-কাজল, চর-বিশ্বাস, ত্রাণ বিতরন করেন এবং ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন