মাগুরা অফিস :
মাগুরার মহম্মদপুরে বাবার বাড়ি থেকে ফিরতে দেরি করায় স্বামী কবির বিশ্বাসের হাতুড়িপেটার শিকার হয়েছেন মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূ।
গুরুতর আহত মনিরা খাতুন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী কবির বিশ্বাস ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রউফ বিশ্বাসের ছেলে।
বুধবার দুপুরে আহত মনিরা জানান, ঈদুল ফিতরের দিন স্বামী বাড়ি হতে বাবার বাড়ি যশোবন্তপুর বেড়াত যান তিনি। মঙ্গলবার দুপুরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন।
এসময় বাড়িতে দেরি করে আসা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী কবির বিশ্বাস ক্ষিপ্ত হয়ে মনিরা খাতুনকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন।
এসময় মনিরার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
