হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে কর্মসৃজন কর্মসুচির কাজে অনিয়মের প্রতিবাদ করায় হুমকী ! থানায় জিডি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের মজিদপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসুচির কাজে অনিয়মের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেয়ার ঘঁনায় কেশবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে।

জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হত দরিদ্র কর্মসূচির কাজ চলমান রয়েছে। কর্মসূচির কাজের লিভার সর্দার মজিদপুর গ্রামের মৃত আকবর আলী মালীর ছেলে সোহাগ কবির রমজান সোমবার ওই লিভারদের দিয়ে অবৈধবাবে তার নিজের বাড়ির রাস্তা সংস্কারের কাজ করাচ্ছিলেন।
বিষয়টি জানতে পেয়ে কে বা কারা উপজেলা নির্বাহী অফিসারকে জানায় । উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে অভিযোগে সত্যতা পেয়ে কর্মসূচির কাজ বন্ধ করে দেন।

এ ঘটনায় লিভার সর্দার সোহাগ কবির রমজান ক্ষিপ্ত হয়ে একই ইউনিয়নের আব্দুর রহিম মোড়লের ছেলে মহিউদ্দিন বুলবুলকে দোষারোপ করে ৫ দিনের মধ্যে তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে।

হুমকির ঘটনায় যুবলীগ নেতা মহিউদ্দীন বুলবুল মঙ্গলবার কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৯৪০। মহিউদ্দীন বুলবুল বলেন, কর্মসূচির কাজের বিষয়ে তিনি কিছুই জানেন না, কে বা কারা অভিযোগ করেছে।

কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে লিভার সর্দার সোহাগ কবির রমজান আমাকে হত্যার হুমকি প্রদান করেছে। এঘটনায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, হুমকির ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন