হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বৃদ্ধ ইউসুফ শেখের হত্যাকারী ও সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আটজুড়ী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে একটি মানববন্ধন পালন করা হয়েছে। সোমবার(২৪ মে)সকালে খুলনা মাওয়া মহাসড়কের হাড়িদাহ বটতলা নামক স্থানে সকাল ১০টা থেকে, সকাল ১১টা পর্যন্ত উক্ত মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা গত (১৪মে) ঈদুল ফিতরের চাঁদরাতে ঘুমন্ত অবস্থায় বয়োবৃদ্ধ মোঃ ইউসুফ শেখ(৭৫) এর নির্মম হত্যাকারী ও হত্যাকান্ডের সহযোগীদের দ্রæত গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে।

তারা এসময় অভিযোগ করে খুনিরা পালিয়ে থেকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং মামলাটিকে দুর্বল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ মোল্লা, ইমদাদুল হক মোল্লা, আবেদ আলী মোল্লা, সোলায়মান মোল্লা, আইয়ুব আলী, গোলাম সরোয়ার, ওহাব আলী, ছমিরোন্নেসা, রোমান মোল্লা, রাজ্জাক সেখ, ইনসান সেখ প্রমুখ।

উল্লেখ্য উক্ত হত্যাকান্ডের ঘটনায় মোল্লাহাট থানায় নিহত ইউসুফ শেখের ভাই ইনছান শেখ বাদি হয়ে ৭০জন আসামীর নাম উল্লেখ করে, গত ১৫মে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার নং-০৮, মামলার প্রধান আসামী করা হয়েছে, হাড়িদাহ গ্রামের রসিদুজ্জামান মোল্লাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন