হোম অন্যান্যসারাদেশ তালায় ঘূর্ণিঝড় ‘যশ ‘ মোকাবিলায় প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মে) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমূথ ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান বলেন, আসন্ন ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় জেলা প্রসাশনের নির্দেশ ক্রমে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তাই প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় জনগনের জানমালের নিরাপর্তায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, কুমিরা ইউপি আজিজুর রহমান, এনজিওকর্মীসহ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন