ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় মাসুম বিল্লাহ নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম পিয়ার হোসেন আকাশ ওরফে মাসুম বিল্লাহ (২১)। তার বাড়ি পার্শবর্তি মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে।
লাশ উদ্ধারকারী পুলিশ উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, শুক্রবার (২১মে) রাত ২টার দিকে ঝিকরগাছা-বেনাপোল মহাসড়কের গদখালী বেলতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পিয়ার হোসেন মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আব্দুল মোতালেব ভুট্টর ছেলে। সে পেশায় দিনমজুর ছিল।
তিনি আরো জানান, নিহতের দেহে একাধিক কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। তার নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল।
নিহতের পিতা আব্দুল মোতালেব জানান, তার ছেলে শুক্রবার সকালে বেনাপোল কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ২টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের মাধ্যমে ছেলের দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন ছেলের লাশ পড়ে আছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রাত ২ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের গদখালীর বেলতলা নামক এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পায়। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মরদেহের পকেটে থাকা মোবাইল ফোন দিয়ে কথা বলার পর লাশের পরিচয় পাওয়া যায়। ছেলেটি পাশের উপজেলার বাসিন্দা। গভীর রাতে তার এ এলাকায় আসার কোন কারণ নেই। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।