নড়াইল অফিস :
নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের সিকদারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী হাইস্কুল মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস , আওয়ামীলীগ নেতা গোলাম মর্তুজা স্বপন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সাদাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমানসহ দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে রঘুনাথপুর গ্রামে পরিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত হন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর।
পারিবারিকসূত্রে জানাগেছে, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৮ মে অসুস্থ্যতাজণিত কারনে নড়াইল সদর হাসপতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি ঘটলে তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়। রাতে ঢাকায় নেয়ার পথে মাওয়ায় ফেরীতে এ্যাম্বুলেন্সের মধ্যে তিনি মারা যান।
আব্দুল কাদের নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি একাধিকবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তৃণমুল থেকে উঠে আসা আব্দুল কাদের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা ছিলেন