হোম ফিচার সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মে) সকাল ১০ টায় শহরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার আহবায়ক আরিফুজ্জামান আপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সদস্য রফিকুল ইসলাম শাওন, সাপ্তাহিক জনতার মিছিল’র প্রধান সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক কালের চিত্র’র স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিল, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হুসাইন, দৈনিক যুগের বার্তার শহর প্রতিনিধি আজিজুল ইসলাম(ইমরান), দৈনিক কালের চিত্র পত্রিকার বল্লী প্রতিনিধি খায়রুল আলম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা’র বার্তা সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ চিত্র’র জেলা প্রতিনিধি রাহাতুল ইসলাম, বিশ্ব মানচিত্র’র বিশেষ প্রতিনিধি ইব্রাহিম হোসেন, সাতক্ষীরা লাইভ’র বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান, টিআইবি লিডার টিটু, শ্যামল কুমার বিশ্বাস, শহিদুল ইসলাম, কর্ণ বিশ্বাস কেডি, শাহ-আলম, সাকিব প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন বক্তারা বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা না করে, যিনি সত্য উদ্‌ঘাটন করেছেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্য চুরির কথা বলা হচ্ছে। সাংবাদিকেরা তথ্য চুরি করেন না। তাঁরা সত্য অন্বেষায় তথ্য সংগ্রহ করে জনগণ, সরকার ও রাষ্ট্রের সামনে তুলে ধরেন। রোজিনা ইসলামের ওপর নির্যাতন চালিয়ে ও মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকেই শুধু অসম্মানিত করা হয়নি, গোটা সাংবাদিকসমাজকে অসম্মানিত করা হয়েছে।

সমাজের যেকোনো অসঙ্গতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। আরো বলেন রোজিনা ইসলামকে হেনস্থা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন