হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশের অভিযানে ২ প্রতারক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশের অভিযানে দুইজন প্রতারককে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২০মে) রাত সোয়া ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট শেহের আলীর আম বাগানে অভিযান পরিচালনা করা হয়।

থানার এসআই রঞ্জন কুমার মালোর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানকালে সাদা কাপড় পরিহিত অবস্থায় প্রতারক ঝাঁপাঘাট গ্রামের মৃত: হাসেম আলী হাওলাদারের পুত্র বর্তমান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি(স্বর্ণকারটিলা) গ্রামের আব্দুল হক হাওলাদার (৪৫) ও প্রতারকের সহোদর ভাই আব্দুর রহমান হাওলাদার (৫২) কে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক প্রতারকদের কাছ থেকে প্রতারনামূলক সংগ্রহকৃত নগদ ৩ হাজার টাকা ও লাল সূতায় বাঁধা তাবিজসহ ২ প্যাকেট সিঁদুর উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে আটককৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটক প্রতারক চক্র দীর্ঘ দিন যাবৎ গ্রাম্য এলাকার সহজ সরল মানুষকে তাদের বিভিন্ন দূর্বলতার কথা জেনে সমাধানের আশ্বাস দিয়ে তাদের কাউকে না কাউকে গোপনে জ্বীন সাজিয়ে প্রতারনা করে কৌশলে টাকা হাতিয়ে নিতেন বলে এলাকাবাসী জানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন