নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার সকালে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাপনগর গ্রামস্থ কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাপনগর গ্রামস্থ প্রতাপনগর ইউনিয়র পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ওই গ্রামের মনজুরুল আলম মনজু (৪৪),কে ৫১ পিছ ইয়াবাসহ, হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে ।