হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় অনলাইনে অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া সাহিত্য সংসদ (কসাস)’র আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বল্প পরিসরে সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে কসাস’এর অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

সম্প্রতি তিনটি ক্যাটাগরিতে অনলাইনে অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ‘ছোটগল্প’ ক্যাটাগরিতে মহাসিন হোসেন (গল্প-মামুনের একদিন), ‘কবিতা’ ক্যাটাগরিতে সুমাইয়া নাজমুন (কবিতা- মানবতা) ও ‘প্রবন্ধ’ ক্যাটাগরিতে ডা. রকিব উদ্দীন মুকুল (প্রবন্ধ- তৃতীয় নয়ন)।

অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. রকিব উদ্দিন মুকুল, তৈমুর রহমান মৃধা, মহাসিন হোসেন, আলিমুজ্জামান, সুমাইয়া নাজমুন, জুলফিকার হোসেন নাহিদ, সাংবাদিক(অন লাইন) এ টি এম মাহফুজ, হাবিব ইমন, আল মামুনসহ সংসদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কলারোয়া সাহিত্য সংসদ (কসাস) উপজেলার তরুণ প্রজন্মের কাছে সাহিত্য চর্চা ও তাঁদের মধ্য থেকে সাহিত্য প্রেমীদের প্রতিভা বিকশিত করার স্বপ্নসিঁড়ি হতে চায় বলে কর্মকর্তারা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন