হোম আন্তর্জাতিক নারদাকাণ্ডে ১৪ জনের বিরুদ্ধে FIR CBI-র, অভিযোগটা ঠিক কী? কাদের নাম রয়েছে FIR-এ?

আন্তর্জাতিক ডেস্ক :

নারদাকাণ্ড নিয়ে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। সাতসকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করল সিবিআই। রেহাই পেলেন না কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। FIR-র আর কাদের নামে রয়েছে? তাঁদের বিরুদ্ধে অভিযোগটাই বা কী? দেখে নেওয়া যাক একনজরে।

জনপ্রতিনিধি হিসেবে ঘুষ নেওয়া বা ঘুষ নিতে রাজি হওয়া ও ফৌজদারি ষড়যন্ত্র।

অভিযুক্ত:

মুকুল রায়, তখনকার রাজ্যসভার সাংসদ
মদন মিত্র, তখনকার বিধায়ক, রাজ্য়ের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী
সুলতান আহমেদ, তখনকার সাংসদ (লোকসভা)
ইকবাল আহমেদ, বিধায়ক
ফিরহাদ হাকিম, পুর ও নগরোন্নয়নমন্ত্রী
সৌগত রায়, সাংসদ
কাকলি ঘোষদস্তিদার, সাংসদ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ
শুভেন্দু অধিকারী, তখনকার পরিবহণমন্ত্রী
শোভন চট্টোপাধ্যায়, তখনকার মন্ত্রী
সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী
এমএইচ আহমেদ মির্জা, IPS
অপরূপা পোদ্দার, সাংসদ
অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজন

প্রসঙ্গত, উলুবেড়িয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ প্রয়াত। বাকিদের মধ্যে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে এদিন গ্রেফতার করেছে সিবিআই। তবে ধৃতদের সশরীরে আদালতে পেশ করা হবে না, চার্জশিট দেওয়া হবে ভার্চুয়ালি। সূত্রের খবর তেমনই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন