হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এই আদালত পরিচালনা করেন। সোমবার সকাল ১১ টায় রাজগঞ্জ বাজারে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে মূল্যতালিকা না থাকায়, হাতে গ্লাভস ও মুখে মাক্স পরিহিত না থাকা অবস্থায় মিষ্টি দ্রব্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজগঞ্জের বঙ্গবন্ধু ভাসমান টোল আদায়কারী বুথে টোলের হার সম্বলিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০০০/- টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দূর্বাডাঙ্গা ইউনিয়নে পাজিয়া, কেশবপুর ও মণিরামপুর সীমান্তে অবস্থিত বাটবিলা গ্রামে কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শনকালে মৎস্য ঘেরের কারণে রাস্তার ক্ষতিসাধন হচ্ছে এমন একটা জায়গা সনাক্ত করা হয়।

এ সময় ঘের মালিকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয় এবং রাস্তার পাড় ভালভাবে বাঁধাই করার নির্দেশনা দেয়া হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, দূর্বাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন