হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন (এনডিসি)। তিনি রোববার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

পরে তিনি বিঘাই ডা: অমূল্য বিশ্বাস কমউিনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এছাড়া বিভাগীয় কমিশনার অর্গানিক বেতাগা, প্রাণী সম্পদ সাব সেন্টার, পাবলিক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের চেঞ্জরুম, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন। শেষে তিনি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বিভাগীয় কমিশনারের সহধর্মিনী সহকারি অধ্যাপক রাসেদা আক্তার, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, বেতাগা ইউপি চেয়ারম্যান মো:ইউনুস আলী প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন