নিজস্ব প্রতিনিধিঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবার উন্মুক্ত স্থানে বা মাঠে কোথাও ঈদের জামাত হয়নি।
সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
মহামারী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয় ঈদ জামাতে।
অনেক মসজিদের পক্ষ থেকে মাস্ক না নিয়ে আসা মুসল্লিদের দেওয়া হয়েছে মাস্ক। নামাজের কাতার হয়েছে ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে।
তবে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে মুসুল্লরা কোলাকুলি থেকে বিরত থাকে।