হোম আন্তর্জাতিক মালয়েশিয়ায় ত্রিশ রোজা সম্পন্ন, আগামীকাল ঈদ

আন্তর্জাতিক ডেস্ক :

সমগ্র মুসলিম বিশ্বের সিয়াম ও সাধনার মাস পবিত্র রমজান। সেহরি, রোজা, ইফতার ও তারাবির নামাজের মাধ্যমে রমজান পালন করলো মালয়েশিয়ার স্থানীয় নাগরিক ও প্রবাসী মুসলিমরা। মঙ্গলবার সন্ধায় রাজার অনুমতি স্বাপেক্ষে ১৩ মে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। তবে করোনা মহামারি তৃতীয় ধাপ মোকাবিলায় মালয়েশিয়া চলছে মুভমেন্ট কন্টোল অর্ডার, রয়েছে বিভিন্ন বিধিনিষেধ।

যে কোন ধরনের গণ জমায়েত নিষিদ্ধ আছে। তবে মালয়েশিয়া সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ভিতরে ঈদের নামাজ আদায় করা যাবে। মালয়েশিয়া তে অবস্থানরত প্রবসাী বাংলাদেশীরা ঈদের দিন ছুটিতে থাকলেও ঘরে বসেই ঈদ পালন করতে হবে। উল্লেখ্য করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন