হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার থেকে অভিনব কায়দায় টাকা চুরি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নিকট থেকে অভিনব কায়দায় ৭০হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছেন।

জানা গেছে, উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফিজুর রহমান নামের অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তিনি বুধবার ( ৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটের আট্টাকী (কাঠালতলা মোড় নাম স্থান) অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড থেকে ৭০হাজার টাকা উত্তোলন করে। এরপর দোতালা থেকে নীচে এসে তার টাকার ব্যগটি মটরসাইকেলে রাখেন। ঠিক সেই মুহুর্তে অজ্ঞাত এক ব্যক্তি আকস্মিক তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়।

এই সুযোগে ব্যাগ থেকে ৭০হাজার টাকা নিয়ে সটকে পড়ে চোরচক্র। কিছুক্ষনপর তিনি দেখতে পান তার ব্যাগে টাকা নেই। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলে, বিষয়টির তদন্ত চলছে। উল্লেখ্য, ফকিরহাটে দীর্ঘদিন ধরে অবিনব কায়দায় টাকা চুরির ঘটনা ঘটছে একাধিক সূত্র থেকে চানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন