হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বিনা উৎভাবিত তেলবীজ জাতসমুহের পরিচিতি এবং চাষাবাদ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিনার সাতক্ষীরা জেলা সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার। প্রধান অতিথি’র আলোচনা করেন বিনা (ময়মনসিংহ) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক ড. আব্দুল মালেক, উপ প্রকল্প পরিচালক ড. রেজা মোহাম্মদ ইমন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নুরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক মসিউর রহমানসহ বিনার কৃষি প্রশিক্ষকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন