হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ী গ্রামের কৃষক আবুল কালামের জমির পাকা ধান মঙ্গলবার (৪ মে) কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। করোনাকালীন মহামারীতে শ্রমিক সংকটে দুশ্চিন্তায় ছিলেন ওই জমির মালিক।

পরে কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সরকারি কাউখালী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতুর নেতৃত্বে ১৮/২০জন কর্মী নিয়ে ওই জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জিতু জানান, গতবারের করোনাকালীন যেভাবে আমরা কৃষকের পাশে ছিলাম এবছরও আমরা তৈরী আছি যখনই খবর পাব তখনই আমরা কৃষকের শুধু ধান কাটাই নয় অন্যভাবেও তাদের পাশে থাকব। আবুল কালাম জানান, এলাকার এক যুবকের সঙ্গে ধান কাটার সমস্যা নিয়ে আলাপ করার দুই দিন পরই আমার ক্ষেতের পাকা ধান ঘরে তুলে দিয়ে গেলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ধান কাটায় অংশগ্রহণ করে ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম কলিন্স, ইব্রাহিম রাব্বি, আলামিন ফরাজী, রোমান হোসেন, ইমতিয়ান আহম্মেদ অভি, মেহেদি হাসান মৃদুল ও হাফিজুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন