কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় পণ্যবাহী একটি ট্রাক দুর্ঘটনার পতিত হয়ে খাদে উল্টে গেছে। এ সময় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর রাতে কলারোয়া সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকায়। জানা গেছে, দূর্ঘটনায় কবলিত ট্রাকটি (ঝিনাইদহ ট-১১০৫০৯) সাতক্ষীরার ভোমরা থেকে গম নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলো। ট্রাকটি বিপরীতমুখী আরেকটি ট্রাকের ধাক্কায় কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন খাঁদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার জানান, ‘ভোমরা থেকে ১৯ টন গম নিয়ে তারা কুষ্টিয়া যাওয়ার পথে কলারোয়া সরকারি কলেজের মাঠ সংলগ্ন মহাসড়কের কর্নারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের চাকার সংযোগ রড কেটে যায়। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চাকা খুলে গিয়ে রাস্তার পাশের একটি খুপড়ি দোকান ধাক্কা লেগে খাদে উল্টে যায়। স্থানীয়রা জানায়, দূর্ঘটনায় কবলিত ট্রাকটি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খাদ থেকে তুলে আনা হয়েছে।