হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে, থানা অডিটোরিয়মে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও সহকারি পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোঃ ছয়ের উদ্দিন। সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, শিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, মোঃ বাবলু মোল্লা, শেখ রফিকুল ইসলাম, ডাঃ ইউসুফ আলী, ইউপি সদস্য কামরুজ্জামান মোল্লা, মোঃ আজাদ শেখ, মোঃ রিগান, ওলিউজ্জামান, শেখ রেজাউল প্রমুখ।

সঞ্চলনা করেন মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন সমাজের প্রতিটি অপরাধ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করতে হবে। কিশোর অপরাধ কমাতে অভিভাবকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এলাকার মাদক ব্যবসায়ি, জোয়াড়ী, গরুচোরদের গ্রেফতার করতে পুলিশকে সকলের সহোযোগিতা করতে হবে। সমাজের সকলের সহযোগিতা না পেলে শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা কঠিন। তিনি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া হেফাজতের সন্ত্রাসী কার্যকলাপ ও এলাকার বিচ্ছিন্ন দাঙ্গা/ফ্যাসাদকারীদের সাবধান করে দেন। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন