হোম অন্যান্যসারাদেশ স্বাস্থ্যবিধির বালাই নেই কুলিয়ারচরের বৌ- বাজারে

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরের বৌ- বাজারে নেই স্বাস্থ্যবিধির বালাই কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার কোন নিয়ম- নীতি। সপ্তাহিক এ মহিলাদের কাপড়ের হাটে আগত ক্রেতা- বিক্রেতার অনেকের মুখে মাস্ক না থাকার দৃশ্যটি চোখে পরে। সচেতন লোকজন মনে করছেন, এর ফলে কুলিয়ারচরে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধিপেতে পারে। নতুন করে আক্রান্ত হতে পারে লোকজন। মৃত্যুর হারও বাড়তে পারে এ উপজেলাতে।

করোনা ভাইরাসকে সাধারণ ভাইরাস ও লোকজন মাস্ক না পরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নজরদারির বাইরে লোকজন নিয়ম না মানার নিয়মে মত্ত হয়ে পরছে এখানে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কিংবা পুলিশ প্রশাসনের নজরদারীর সময়টুকো ছাড়া অন্য সময়ে করোনার ব্যাপারে মানুষ উদাসীন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ কুলিয়ারচরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। এর মধ্যে উক্ত উপজেলায় করোনা ভাইরাসে প্রাণ হারায় ৪ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন